Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা
  1. প্রথম পর্যায়ে ঢাকার ইকুরিয়া, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী বিভাগীয় শহরে ভিআইসি চালুকরণ ও পরবর্তীতে অন্যান্য বিভাগীয় শহরে ভিআইসি স্থাপন;
  2. উপজেলা পর্যায়ে বিআরটিএ'র সেবা কার্যক্রম সম্প্রসারণ;
  3. স্বল্প মেয়াদে বৃহত্তর ১৭ জেলায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারসহ BRTA Office cum Motor Driving Testing, Training & Multipurpose Center (BMDTTMC) স্থাপন;
  4. মধ্য ও দীর্ঘ মেয়াদে বিআরটিএ'র অবশিষ্ট প্রতিটি মেট্রো ও জেলা সার্কেল অফিসে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারসহ BRTA Office cum Motor Driving Testing, Training & Multipurpose Center (BMDTTMC) স্থাপন; 
  5. বিআরটিএ সদর কার্যালয়ে মিডিয়া ও পাবলিকেশন, ট্রান্সপোর্ট প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন, রোড এক্সিডেন্ট ডাটা এনালাইসিসি, প্রকিউরমেন্ট এবং রাইডশেয়ারিং এর জন্য পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর অধীন ৬টি নতুন পৃথক শাখা সৃজন;
  6. বিআরটিএ'র যে কোনো সার্কেল থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন;
  7. কর্মকর্তা/কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি স্থাপন।